Ads

সনাতন হিন্দু ধর্মকে জানুন কীতাব পড়ুন শিখুন এবং প্রশ্ন করুন. বিনামূল্যে সকল বইগুলো অনলিনেই সরাসরি পড়তে পারবেন অন্যদের পড়ার জন্য শেয়ার করবেন, নতুন পোস্ট পেতে ফাসেবুকে লাইক দিয়ে রাখুন |

হিন্দুদের মূর্তির শক্তির সম্পর্কে জানুন

বুধবার, ১২ জুলাই, ২০১৭

একটা ভাই মূর্তির শক্তি নিয়ে বললেন হিন্দুদের মূর্তির শক্তি নাই, মূর্তি ভগবান হলে তা অনায়াসে ভাঙা যায় কেন?
উত্তর;- হিন্দুদের মূর্তি গুলো হল ঐশ্বরিক শক্তির প্রতিরূপ যেমন সূর্যের দিকে কেউ তাকিয়ে থাকতে পারে না কিন্তু তার প্রতি ছায়ায় সবাই তাকিয়ে থাকতে পারে আপনি যদি একটা পাত্রে জল ভরে রৌদ্রে রাখেন তো তার ভিতর সূর্যের প্রতিছায়া দেখতে পারবেন সেই জলকে আপনি মারতে কাটতে যা ইচ্ছে করতে পারবেন কিন্তু সূর্য দেবের একটা বলও তোলার ক্ষমতা কি আপনার আছে? নেই!

তেমনি বরুন দেব মনে জল আমরা বরুন দেবের মূর্তি বানিয়ে তার উপাসনা করি সেই মূর্তিকে হয়তো তুমি যা ইচ্ছে করতে পারো শক্তি থাকে তো জলের বাল ফেলিয়ে দেখাও পৃথিবীকে জলসুন্ন করে দেখাও, অগ্নি দেবের মূর্তি ভেঙে দিলে কি অগ্নির কিছু হয় হয়না, তেমনি মা দুর্গা হলেন শক্তি তিনি দশ দিকথেকে আমাদের রক্ষা করে তাই তার দশ হাত আপনি ভেঙে ফেললেন তাতেকি শক্তির বাল ও ফেলতে পারবেন এমনি করে সকল দেব দেবী হলেন ঈশ্বরের এক একটি শক্তির প্রতিছবি, আমরা তার শক্তিকে পূঁজা করি আর আমাদের সকল দেবতা অবিনশ্বর তাকে কেউ নষ্ট করতে পারবে না কারণ এইগুলো সবই ভগবানের শক্তি নষ্ট করতে হলে আপনারা যাকে আল্লাহ বলেন তাকে নষ্ট করতে হবে, পারবেন পারবেন না ৷ যেমন এটা গাছে চড়তে গেলে মই লাগে তেমনি ভগবানের কাছে পৌঁছাতে গেলে ভালো কাজ করা লাগে। তিনি এবং তার শক্তি আলাদা কিছু না বুঝলেন মূর্খ । মূর্খ আরো সহজে বলি শোনো, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজা ট্রাম্পের একটা মূর্তি বা ছবি পেলেন আর ওটাকে ছিরে ফেললেন আর ভাবলেন বাহ আমি ট্রাম্পের চেও শক্তিশালী হয়ে গেছি এটা আপনার ভ্রম বুঝলেন তাই পাপ কাজ থেকে দূরে থাকুন, মূর্তি ভাঙা নিয়ে পড়ে না থেকে তার বাস্তবতাকে জানুন ভাই আমরা মূর্তি বানাই ঠিক আছে কিন্তু পূজার সময় আমরা কেউই মনে করি না যে এটা একটা মূর্তি তাই পরম স্নেহ ও রেসপেক্ট ভরে পূজা করি, পূজা শেষ হলে ওই মূর্তিকে আবার বিসর্জন করে দেই ।মূর্তিটা হলো একটা মাধ্যম যেমন আপনি নামাজ পড়তে মসজিদে যান আবার আশেপাশে মসজিদ না পেলে রাস্তাই শুরু করে দেন রাস্তায় নামাজ পড়লেকি আপনার নামাজ কবুল হবে না ? তেমনি মূর্তি না হলেও কোনো সমস্যা নাই তথাপি আপনি যেমন মসজিদেই নামাজ পড়তে যান তেমনি আমরা মূর্তি বানিয়ে পূজা করি ।
 আর বিসর্জনের ব্যাপারটা হলো যেমন একটা মানুষের মূল্য ততক্ষণই থাকে যতক্ষন তার দেহে প্রাণ থাকে মরার পর সবাই তাকে শসানে নিয়ে যায় কেউ কবরস্থানে তেমনি পূজা শেষে মূর্তি প্রাণ হীননের মতো, এখানে একটা কথা আছে অনেক মুসলিম বলদ মূর্তি বিসর্জনের পর তার পানিতে পরে থাকার ফটো আপলোড করে হেনস্ত করার চেষ্টা করে আসলে তারা যে কতটা মূর্খ তা এরা জানেনা আরে ভাই আপনি না জানলে করে কাছ থেকে জেনে নিবেন নিজে কনফিউস হয়ে অন্যকে হেনস্ত করেন কেন? যাই হোক আপনার কথা গুলোর উত্তর দিলাম আশাকরি এমন মূর্খ প্রশ্ন আর করবেন না । ধন্যবাদ। আর হ্যা হিন্দুরা কিন্তু আগের মতো বোকা নাই আপনাদের হেনস্ত করার সুফল তারা ধর্ম পড়া আর জানা শুরু করছে তাই কিছু বলার আগে সাবধান আপনাদের ছিদ্র কিন্তু বেশী, শাখ দিয়ে মাছ ঢাকা আছে থাক নিলে কিছ খুড়তে কেউটা বেড়িয়ে আসবে তখন ঠেলা সামলাতে পারবেন না |
----------০----------
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন?

Post Comment
একটি মন্তব্য পোস্ট করুন