Ads

সনাতন হিন্দু ধর্মকে জানুন কীতাব পড়ুন শিখুন এবং প্রশ্ন করুন. বিনামূল্যে সকল বইগুলো অনলিনেই সরাসরি পড়তে পারবেন অন্যদের পড়ার জন্য শেয়ার করবেন, নতুন পোস্ট পেতে ফাসেবুকে লাইক দিয়ে রাখুন |

বর্তমান কাল কেমন হবে বলেছেন শ্রী কৃষ্ণ

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
কিছু অংশ বর্তমান কাল কেমন হবে বলেছেন ভগবান শ্রী কৃষ্ণ

সহিষ্ণুতা হারিয়ে যাবে, ৫০০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ
যদিও আজ থেকে ৫০০০ বছর আগে করা হয় সেই ভবিষৎবাণী। কিন্তু সঠিকভাবে বিচার করলে বোঝা যাবে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তার সঙ্গে বাস্তবের অনেকাংশেই মিল রয়েছে।

*কলিযুগে ক্রমশ ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, দয়া, আয়ু, সহিষ্ণুতা, শারীরিক ক্ষমতা সবকিছু কমতে থাকবে।

*সম্পদ বা অর্থ দিয়েই বিচার করা হবে মানুষের ব্যবহার, চরিত্র ও গুন। আর আইন শুধুমাত্র কোনও একপক্ষের ক্ষমতার উপরই নির্ভর করবে।

*বাহ্যিক আকর্ষণের জন্যই একজন পুরুষ ও মহিলা একে অপরের সঙ্গে থাকবেন। টাকা, ব্যবসা এসবের উপরেই নির্ভর করবে সম্পর্ক। একজন পুরুষকে পুরুষ বা মহিলাকে মহিলা বলে গণ্য করা হয়ে তার যৌন ক্ষমতার উপর। আর ব্রাহ্মণ বলে বিচার করা হবে শুধুমাত্র পোশাক দেখেই।

*কারও কাছে টাকাপয়সা না থাকলে তাকে মানুষ গ্রহণ করবে না। আর মানুষের মধ্যে এই ভাব চলে আসবে যে স্নান করে পরিষ্কার না হলে জনসমক্ষে যাওয়া যাবে না।

*দুর্নীতিতে ভরে যাবে গোটা দুনিয়া। রাজনৈতিক ক্ষমতায় থাকলেই নিজেদের ক্ষমতাশালী বলে মনে করবে মানুষ।

*মানুষ আর বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করবে না।।

Post Comment
একটি মন্তব্য পোস্ট করুন